শার্শায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক ২
প্রকাশিত : ২৩:৫৯, ২৩ আগস্ট ২০২১

যশোরের শার্শা উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যার দিকে উপজেলার গোগা কালিয়ানি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার গোগা ইউনিয়নের কালিয়ানী উত্তর পাড়ার কুরবানের ছেলে আলামিন ও একই এলাকার তহিদুলের ছেলে জাহিদ হোসেন।
যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গোগা কালিয়ানী উত্তরপাড়াস্থ জামে মসজিদ কবরস্থান এর দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে আলামিন ও জাহিদকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার মূল্য দেড় লাখ টাকা।
এঘটনায় শার্শা থানায় মাদক আইনে মামলা দিয়ে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলে ওসি রুপণ কুমার সরকার জানান।
কেআই//
আরও পড়ুন