ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

ডোবায় পাওয়া গেল নবজাতকের লাশ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৬, ২৪ আগস্ট ২০২১ | আপডেট: ১২:৫৭, ২৪ আগস্ট ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ডোবা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কোন ব্যক্তি গর্ভপাতের পর নবজাতকটি এ ডোবায় ফেলে গেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে নিহত নবজাতকের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, সোমবার রাতে গুল্যাখালি গ্রামের হাজী শাহজাহানের বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় লাশ দেখতে পান পথচারীরা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।

হাতিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় নবজাতকটির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা কোন নারী অবৈধ গর্ভপাতের মাধ্যমে নবজাতকটির জন্ম দেয়। 

ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি আনোয়ারুল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি