ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ফরিদপুরে দাবা লীগের উদ্বোধন    

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৮, ১১ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ফরিদপুরে তিন দিনব্যাপী শুরু হয়েছে জেলা দাবা লীগ। শনিবার দুপুরে শেখ জামাল স্টেডিয়ামে দাবা লীগের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, পৌরমেয়র অমিতাব বোস, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন। 

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং জেলা পুলিশ ও একেএইচ গ্রুপের উদ্যোগে এবারের দাবা লীগে জেলার ১০টি দল অংশ নিচ্ছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি