খাস জলাশয়গুলো দখল মুক্ত করা হবে : আমু
প্রকাশিত : ১০:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২১

নলছিটিতে পোনামাছ অবমুক্তকরণ’র ভার্চুয়ালি উদ্বোধন করেন আওয়ামী লীগ’র অন্যতম উপদেষ্টা, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।
১৩ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাছের পোনা অবমুক্তকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত হন আমির হোসেন আমু।
এ সময় আমু বলেন, ‘দেশের যেসব সরকারি খাস জলাশয়গুলো অন্যদের দখলে আছে সেগুলো পুনরুদ্ধার করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এইসব জলাশয়গুলো উদ্ধার করে মাছ চাষ করা হবে। আমাদের মৎস্য সম্পদ বিদেশে যাতে রপ্তানি করা যায় তার ব্যবস্থা করা হবে। যাদের ব্যক্তিগত পুকুর আছে কিন্তু মাছ চাষ করছেন না, তারা মাছ চাষে আগ্রহী হলে সরকারী ভাবে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।’
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার ও ঝালকাঠি জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, অফিসার ইন চার্জ মোহম্মদ আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর কাউন্সিলার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, সহকারী মৎস অফিসার রমনী কান্ত মিস্ত্রী, সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সংলগ্ন জলাশয়ে কার্প জাতিয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসএ/
আরও পড়ুন