ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

অনাপত্তি পত্র ছাড়াই হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরা যাবে

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে এখন থেকে সপ্তাহের সাতদিনই দেশে ফিরতে ফিরবেন। এসময় পূর্বের মতো বাংলাদেশ হাই-কমিশন থেকে কোন ধরনের অনাপত্তি পত্র লাগবে না।

গত ১৬ সেপ্টেম্বর এই সংক্রান্ত একটি নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে এসেছে যা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। যার ফলে এখন যারা ভারত থেকে দেশে ফিরছেন তাদের কোন অনাপত্তি পত্র লাগছে না। তবে আগমন চালু থাকলেও ভারতের কারণে হিলি দিয়ে এখন পর্যন্ত পাসপোর্টে বহিগর্মন প্রক্রিয়া শুরু হয়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি সেকেন্দার আলী বলেন, সম্প্রতি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাতায়াতের নতুন একটি নির্দেশনা এসেছে। যাতে বলা হয়েছে পূর্বে সপ্তাহে তিনদিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে সপ্তাহের সাতদিনই এই পথ দিয়ে পূর্বের মতো সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারবেন। আগে দেশে ফিরতে ভারতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশন থেকে যে অনাপত্তি পত্র লাগতো নতুন নির্দেশনায় সেটি বাতিল করা হয়েছে। তবে দেশে ফেরা সকল পাসপোর্ট যাত্রীকে অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্টে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামুলক থাকতে হবে। এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন যাদের
করোনার উপসর্গ থাকবে তাদের পরীক্ষা করবেন পজিটিভ হলে অবশ্যই পূর্বের মতো তাকে আইসোলেশনে থাকতে হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি