ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ফের লোকালয়ে সুন্দরবনের হরিণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৪:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২১

হরিণটিকে উদ্ধারের পর চিকিৎসা দিয়ে সুস্থ করেন বনরক্ষীরা। ছবি: একুশে টেলিভিশন

হরিণটিকে উদ্ধারের পর চিকিৎসা দিয়ে সুস্থ করেন বনরক্ষীরা। ছবি: একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

লোকালয়ে চলে আসা সুন্দরবনের একটি হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। এর আগে গত ১৩ সেপ্টেম্বর বনের ঘাগড়ামারি থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয় আসা আরও একটি মায়াবী হরিণ উদ্ধার করেছিল বনরক্ষীরা। 

রোববার (১৯ সেপ্টেম্বর) ভোরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের একটি বাড়ির পিছন থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসও (স্টেশন কর্মকর্তা) মোঃ ওবায়দুর রহমান বলেন, রোববার সকালে উদ্ধার হওয়া হরিণটি ঘেরা দেওয়া নেট জালে আটকা পড়ে। এতে বেঁধে যাওয়ার স্থানে সামান্য কিছুটা ক্ষতের চিহ্ন দেখা যায়। পূর্ব অভিজ্ঞতার আলোকে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সে দুর্বল হওয়াতে স্যালাইন গ্যাসেট ট্যাবলেট খাওয়ানো হলে প্রায় দুই ঘণ্টা পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 

পরে মায়া হরিণটিকে সুন্দরবনে পুনরায় অবমুক্ত করা হয়। হরিণটির ওজন ১০ থেকে ১৫ কেজি হবে বলেও জানান তিনি।

উদ্ধার কাজে অংশ নেন বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান ও ওহিবুল ইসলাম। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি