ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ২২ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বৃদ্ধ কাজেম আলী তারের সাথে জড়িয়ে পড়েন, তখন তাকে বাঁচাতে জমেলা বেগম এগিয়ে গেলে দুজনই ঘটনাস্থলে মারা যান। একসঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা বৃদ্ধ কাজেম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা বেগম (৫৫)। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

আড়াইহাজার থানার পুলিশ পরির্দশক হাবিবুর রহমান জানান, সকালে পাশের নদী থেকে নতুন আধাপাকা ঘরের ফ্লোরে পানি দেয়ার উদ্দেশে বৈদ্যুতিক মোটরের তারের সংযোগ দেয় বৃদ্ধ কাজেম আলী। এ সময়ে সে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়লে তাকে বাঁচাতে স্ত্রী জমেলা বেগম এগিয়ে গেলে স্বামী-স্ত্রী দুজনেই তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। 

পরে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদের মরদেহ উদ্ধার করে।
 
একসাথে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্বজনদের শোকের মাতম চলছে। বিপুল সংখ্যক গ্রামবাসী নিহতদের লাশ দেখতে ভীড় করছেন। 

গ্রামবাসীদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ পরির্দশক হাবিবুর রহমান।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি