কুতুবদিয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রকাশিত : ০৮:৩১, ২ অক্টোবর ২০২১

কুতুবদিয়ায় একদিনে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) পৃথক পৃথক তিনটি ঘটনায় রিফাত, জান্নাতুল মাওয়া এবং সুমাইয়াকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি মো: ওমর হায়দার সত্যতা নিশ্চিত করে জানান, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ায় শুক্রবার সকাল ১০টার দিকে কামাল হোসেনের পুত্র রিফাত হোসেন (৪) বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। একই ইউনিয়নের আশার হাজীর পাড়ার সাদ্দাম হোসেনের কন্যা জান্নাতুল মাওয়া (২) বিকেল সাড়ে ৪টার দিকে সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে যায়।
অপরদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ হাসানের কন্যা সুমাইয়া (৩) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।
এদিকে, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা নিয়মিত ঘটে যাচ্ছে। অভিভাবকদের অসচেতনতা, পুকুর ঘেরা না থাকায় এবং পুকুর খননের সময় পুকুর পাড়ের পাশ থেকে গভীর করার কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করেন দ্বীপবাসী।
এএইচ/
আরও পড়ুন