ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

আইপিএল নিয়ে জুয়া, আটক ১০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৫১, ২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে আইপিএল খেলা নিয়ে বাজি ধরে জুয়া খেলার অপরাধে ১০ যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে থানারহাট বাজার থেকে তাদের আটক করে চরজব্বর থানা পুলিশ।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইপিএল খেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে বিপদগামী যুবকেরা জুয়া খেলায় মেতে উঠেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে থানারহাট বাজার থেকে ১০ জনকে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি