ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নড়াইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৫, ৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নড়াইলে মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। যুবকের নাম মিঠু বিশ্বাস (৩২)। রোববার(৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। 

এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মিঠু যশোরের কোতয়ালী থানার আড়পাড়া এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

মামলার বিরবণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে মিঠু বিশ্বাসের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় মিঠুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে মিঠু বিশ্বাস দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। 
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি