ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ ‘আরসা’ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৩, ৯ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:৩০, ৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী সংগঠন ‘আরসা’ সদস্য বলে সন্দেহ করছে এপিবিএন পুলিশ। 

শনিবার (৯ অক্টোবর) ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে এ ৫ রোহিঙ্গা দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলো- কুতুপালং ক্যাম্পের জি-১৪ ব্লকের মৃত সুলতান মোহাম্মদ ছেলে মোঃ খালেদ হোসেন (৩৩) (সাব-মাঝি), ক্যাম্প-১ (ইস্ট) ই-১৩ ব্লকের মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), জি-১১ ব্লকের আবুল খায়েরের ছেলে মোঃ শাকের (৩৫), বি-৩ ব্লকের নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮), ডি/৫ ব্লকের মৃত মোঃ রশিদের মোঃ ইলিয়াস (২২)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, গ্রেপ্তারকৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলাসহ  বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল।

আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি