ঢাকা, শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫

জিয়া-এরশাদ রেলপথকে ধংস করে দিয়েছে : রেলমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৫ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্লাটফর্ম উচুকণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার সকালে জেলার বড় স্টেশনে এ প্লাটফর্ম শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রানালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পুর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এ সময় তিনি বলেন, “এক সময় বাংলাদেশে ৩০০০ কিলোমিটার রেলপথ ছিল। পরে জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে এই রেলপথকে ধংস করে দিয়েছেন। বর্তমান সরকার এই রেলপথকে সচল করার জন্য ৫৬টি স্টেশনকে আধুনিক করার কাজ হাতে নিয়েছেন। এ সময় নেত্রকোনা স্টেশনের ফুটওভার ব্রীজ করার ঘোষণা দেন মন্ত্রী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
 
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি, মতিউর রহমান খান, জেলাপরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ আরো অনেকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি