ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

মা ও শিশু হাসপাতালের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

মা ও শিশু হাসপাতালের নির্বাচন উপলক্ষে সীতাকুণ্ডের আজীবন সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার-প্রচারণার অংশ হিসেবে এই মতবিনিময় সভা। 

শনিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি হোটেলে প্রফেসর ডাক্তার এম এ তাহের খান, সৈয়দ মোরশেদ হোসেন, রেজাউল করিম আজাদ, অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ পরিষদের আয়োজনে সীতাকুণ্ডের অধিবাসী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের সাথে উক্ত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড সাবেক প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-৪ বাংলাদেশ জোন চেয়ারপার্সন লায়ন মো. গিয়াস উদ্দিন। সভাটি পরিচালনা করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খান, জেনারেল সেক্রেটারী প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম আজাদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, ডা. পারভেজ ইকবাল শরীফ। 

বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাসেম, এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়র, শফিউল আলম,বীর মুক্তিযোদ্ধা মানিক দেবনাথ, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সাংবাদিক আবুল হাসনাত, চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুল আলম, নুরুল ইসলাম শাহাবুদ্দিন, ব্যাংকার সানাউল্যাহ মাসুদ, মাজহারুল হক মিরু প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. কামরুন নাহার দস্তগীর, সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন, লায়ন ড. মো সানাউল্লাহ, লায়ন এসএম কুতুব উদ্দিন, মো. সাগির, আলহাজ্ব মো. আহসান উল্লাহ, আলহাজ্ব মো. হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা. নাসির উদ্দিন মাহমুদ, ডা. আবু তৈয়ব, ডা. কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা. ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ। 

এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা করোনাকালীন সময়ে যারা কাজ করেছেন তাদের সমন্বয়ে গঠিত পূর্ণ প্যানেলকে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিজয় করার মাধ্যমে হাসপাতালের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার আহ্বান জানান। 

মতবিনিময় সভায় শতাধিক আজীবন সদস্য উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি