ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিলো ভারত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২৭ অক্টোবর ২০২১

বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার স্বরুপ ১৫টি ঘোড়া পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বেলা ১০টায় ঘোড়াগুলো ভারতীয় সেনাবাহিনীর ৬টি গাড়িতে করে আনা হয় বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে। এসময় বাংলাদেশ সেনাবাহিনীরও ৬টি গাড়ি নোম্যান্সল্যান্ড এলাকায় এসে ঘোড়াগুলো গ্রহণ করে।

ঘোড়া হস্তন্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার আল খোকন ও লেঃ কর্নেল আশরাফুল ইসলাম। ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবর ওয়াল। এ সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এডি সেলিম বলেন, ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের কোলকাতা সেনানিবাস থেকে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে দেয়া হয়। 

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১টার দিকে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ভারতীয় সেনাবাহিনী কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া উপহার দিয়েছিল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি