ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

রাজবাড়ীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৯, ২ নভেম্বর ২০২১

২০২০-২১  অর্থ বছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রাজবাড়ীতে বিনামূল্যে ১ হাজার ৭'শ জন কৃষকদের মাঝে রবি মৌসুমের বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

এ সময় ১ হাজার ৭শ জন কৃষকের মাঝে সরিষা, সূর্যমূখী, গম, ভূট্টা, শীতকালিন পেঁয়াজ, মসুর, খেসারি, চিনাবাদাম ও মুগ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার ৮ হাজার ৮৭০ জনকে এ বীজ ও সার দেয়া হবে।
 
বীজ ও সার বিতরণ শেষে ৫০ শতাংশ ভতূর্কির মাধ্যমে ২টি কম্বাইন্ড হারব্রেস্টার মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মো. সায়েফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যানে এড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, আলেয়া বেগমসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি