ঢাকা, মঙ্গলবার   ২৮ মে ২০২৪

জয়পুরহাটে পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০০:২৭, ৯ আগস্ট ২০২২

জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সালমা বেগম পাঁচবিবি উপজেলার নাকোরগাছী আব্দুল জব্বারের স্ত্রী।  

(ওসি) পলাশ চন্দ্র দেব  জানান, পাঁচবিবি স্টেশন এলাকায় এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের  ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

এদিকে (ওসি) পলাশ চন্দ্র দেব আরো জানান, সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামে পুকুরের পানিতে ডুবে মোরসালিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার জাম্বুবান গ্রামের ফারুক হোসেনের ছেলে।

তিনি আরও জানান, সকালে শিশু মোরসালিন কে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি