ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

ভোলার আরও এক কূপে মিললো গ্যাসের অস্তিত্ব

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৯, ২৪ জানুয়ারি ২০২৩

দ্বীপজেলা ভোলায় আরও একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এটি ভোলায় বাপেক্সের অষ্টম কূপ। 

সোমবার সন্ধ্যায় ভোলা সদরের পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ নামে নতুন এই কূপে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জলন করার মধ্য দিয়ে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাপেক্স। 

কূপটির ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।

বর্তমানে পরীক্ষার জন্য কূপটিতে আগুন জ্বালানো হয়েছে। ৭২ ঘন্টার পর মজুদের বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। 

ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। 

এই কূপটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম কূপ। 

বর্তমানে শাহাবাজপুর ১, ২, ৩, ৪ ও শাহাবাজপুর ইস্ট-১ নামের ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। প্রতিদিন ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও জেলার গৃহস্থালী গ্যাস সংযোগসহ চারটি বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি