ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাসের সিটের নিচে মিলল ৭ হাজার ৪’শ পিস ইয়াবা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সাতক্ষীরা-যশোরগামী বাবলু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। 

রোববার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোলের আমড়াখালী বিজিবির একটি দল বাসে অভিযান চালিয়ে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে ইয়াবার চালানটি আটক করে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের সুবেদার আহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালায়। পরে একটি খালী সিটের নিচে থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২২ লাখ ২০ হাজার টাকা। ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হবে। পরে এটি ধ্বংস করা হবে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।
কেআই//
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি