ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ১৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিপরীতমুখী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলে অটোরিক্সার ৪ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি