ঢাকা, বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫

রাঙ্গাবালীতে ছেলের ঘুষিতে বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ

রাঙ্গাবালী সংবাদদাতা

প্রকাশিত : ১২:০৬, ৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মধ্য কাউখালী গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই বৃদ্ধার নাম মনোয়ারা বেগম, তার বয়স ৭৫ বছর। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধার মৃত্যু নিয়ে এলাকায় রহস্য সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর পর থেকেই ছেলে ফজলু হাওলাদার পলাতক রয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, স্থানীয়রা অভিযোগ করেছেন ছেলের ঘুষিতে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তবে এনিয়ে পরিবারের কেউ মুখ খুলছে না। তবে বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। যদিও পরিবারের দাবি সে মাছ ধরতে গেছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি