ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

বাংলার অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন বিশ্বকবি: ভূমিমন্ত্রী 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৬, ৮ মে ২০২৪ | আপডেট: ১৪:৫৮, ৮ মে ২০২৪

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, বাংলার স্বাধীনতা অর্জন সংস্কৃতি ও সৃষ্টিতে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তাঁর রচনা সমগ্র থেকেই আমাদের জাতীয় সংগীত পেয়েছি। এই গানের মধ্যে দিয়েই বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীতটি খুব পছন্দ করতেন, তিনি তা গাইতেনও। 

আজ বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে মহাকবির ১৬৩তম জন্মজয়ন্ত উৎসবের তিন দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া জমিদারির শাহজাদপুরের রাওতারার বেদখল হাওয়া জমিগুলো সরকার উদ্ধার করবে। এই জমিতেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো স্থাপন হবে।

জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের পক্ষের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ এমপি জান্নাত আরা হেনরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি