ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪

দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের ভিড় থাকলেও ভোগান্তি নেই

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৭, ১৬ জুন ২০২৪

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তাই শেষ সময়ে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকাসহ বেশ কয়েকটি জেলা থেকে ঘরে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষেরা। ঘরে ফেরাদের সড়ক ও নৌপথে তেমন কোন ভোগান্তিতে পরতে হয়নি, দুর্ভোগ  ছাড়াই ফিরছেন গন্তব্যে।

দৌলতদিয়া ফেরি ও লঞ্চে যাত্রীরা উপচে পড়া ভিড় করেই আসছেন ফেরিঘাট এলাকায়। তবে সড়ক পথে দূরপাল্লার বাস, লোকাল বাস ও ছোট ছোট যানবাহনে ভাড়া কিছুটা বেশি নিলেও তাদের কোন সমস্যায় পরতে হয়নি। 

নির্বিঘ্নে ঘরে ফিরতে পেরে আনন্দিত সাধারণ মানুষ।

এ ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি ও ৩৩টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রীদের। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি