ঢাকা, সোমবার   ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএমডিএ’র প্রকৌশলীকে লাঞ্ছিত, দপ্তর ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৫, ৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:০৮, ৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কাজ না দেওয়ায় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক প্রকল্প পরিচালককে (পিডি) নিজ কার্যালয়ে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় তার কার্যালয়ে ভাংচুরও করা হয়। 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন ঠিকাদার ও তার লোকজন এ ঘটনা ঘটায়।

প্রকল্প পরিচালক শহিদুর রহমান বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (চলতি) দায়িত্বপ্রাপ্ত ও ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ইসলামপন্থী একটি দলের অনুসারি ঠিকাদারের লোকজন। কাজ না পাওয়ায় এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তারা। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনা ঘটে। 

এ ছাড়া তার দপ্তরও ভাঙচুর করা হয়।

শহিদুর রহমান বলেন, ‘টেন্ডার হয়েছে, এখনও রেজাল্টই হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদার ওদের পাঠিয়েছে। তাদের ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান তিনি।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, এটি হালকা ঘটনা হলেও দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। ব্যাপারটি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি