ঢাকা, বুধবার   ১৩ আগস্ট ২০২৫

ধর্ষণের পর পতিতালয়ে বিক্রি, সাতক্ষীরা থেকে আসামি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ২৫ জুন ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীর সদর উপজেলা থেকে দাখিল শ্রেণির এক ছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও পরে পতিতালয়ে বিক্রির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শুভজিৎ মন্ডলকে (২০) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার দুপুরে র‍্যাব-১১ নোয়াখালী কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদমজীনগর র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল এইট এম সাজ্জাদ হোসেন।

এরআগে মঙ্গলবার দিবাগত রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৌতলা বাজার এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামি শুভজিৎ মন্ডল সাতক্ষীরা জেলার আশাগুনি থানার মজবুখালী গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

র‍্যাব জানায়, নোয়াখালী সদরের ওই মাদ্রাসাছাত্রী লেখাপড়ার পাশাপাশি হেলথকেয়ারে মালামাল বিক্রি করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে শুভজিৎ মন্ডলের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক হয়। গত ৬ মে সকাল সাড়ে ৯টার দিকে শুভজিৎ মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে ঢাকার যাত্রাবাড়ী চলে যায়। 

পরবর্তীতে ঢাকার যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেলে ২০ দিন থাকাকালীন সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে। গত ২৭ মে শুভজিৎ ভিকটিমকে নিয়ে তার বাড়ি সাতক্ষীরাতে নিয়ে গেলে তার আত্মীয়-স্বজন তাদেরকে গ্রহণ না করায় পুনরায় তারা ঢাকায় চলে আসে। গত ২৮ মে সকালে শুভজিৎ পতিতালয়ের সৰ্দ্দারনির কাছে টাকার বিনিময়ে ভিকটিমকে বিক্রি করে দেয়।

পরে ভিকটিম পতিতালয় থেকে পালানোর চেষ্টা করে এবং সুকৌশলে এ ঘটনা মোবাইলে তার বোনকে অবগত করে। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় অপহরণ এবং ধর্ষণ মামলা দায়ের করেন। 

র‍্যাবের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা যৌথ আভিযানে শ্যামনগর থানার মৌতলা বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি শুভজিৎ মন্ডলকে গ্রেপ্তার করে। 

মামলার অপর আসামি সাব্বিরকে (২০) গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি