পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশিত : ২১:৩৮, ৩ জুলাই ২০২৫

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে ইব্রাহিম (৩৭) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা এবং মৃত সৈয়দ আলীর ছেলে।
গ্রামবাসীদের বরাতে জানা যায়, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ইব্রাহিম সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে যান মহিষ আনতে। ভোরের দিকে তিনি একজোড়া মহিষ নিয়ে ফেরার পথে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ইব্রাহিমের গায়ে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ২২৮ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে।
পরে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিএসএফ সদস্যরা নিহত ইব্রাহিমের লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন, তবে এখনো বিষয়টির সত্যতা যাচাই করা যায়নি। বিজিবি ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
তবে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা এই ঘটনার দায় অস্বীকার করেছে বলে জানান তিনি।
সীমান্তে পুনরায় এ ধরনের প্রাণঘাতী ঘটনার জেরে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। মানবাধিকার সংস্থাগুলো সীমান্তে নির্বিচারে গুলি চালানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই।
এসএস//
আরও পড়ুন