হাসপাতালের যাওয়ার পথে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু
প্রকাশিত : ১০:০৭, ৮ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সা যাত্রী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলঙ্গা ইউনিয়নের পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজেদের অটোরিক্সায় চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে খানাখন্দ থাকায় অটোরিক্সাটি মহাসড়কের মাঝামাঝি দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
এএইচ
আরও পড়ুন