ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

গাজীপুরে তিন ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ১৪ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকরের সোনাখালি রেলক্রসিংয়ে ধান বোঝাই ট্রাক আটকে যাওয়ায় ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরানোর হলে প্রায় তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৪ জুলাই) ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়৷  

বিষয়টি নিশ্চিত করেছেন হাইটেক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ খাইরুল চৌধুরী। 

সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ পরে চালক স্থানীয়রাদের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। রেলক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে যায়৷ 

এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেকার আসার পর বিকল ট্রাকটি সরানোর হলে প্রায় তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি