পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি
প্রকাশিত : ১৬:৩৫, ১৫ জুলাই ২০২৫

ভরা মৌসুমেও রাজবাড়ী দৌলতদিয়ার পদ্মা নদীতে তেমন একটা দেখা মিলছেনা ইলিশ মাছের। এর মধ্যেই আজ জেলে মনুখার জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রামের একটি ইলিশ। মাছটি ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে তিনি পদ্মা পাড়ের বাজারে বিক্রি করতে নিয়ে আসেন ইলিশ মাছটি। এ সময় উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারীর শাজাহান শেখ।
তিনি ৪ হাজার ৫ শ’ টাকা দরে ৮ হাজার ৬শ’ টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, এক কেজি আটশ’ গ্রামের মাছটি কিনে নিয়ে আসছি এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি মাছটি বিক্রি করার জন্য। তবে ইলিশ মাছের চাহিদা রয়েছে, সৌখিন কোন মাছ বিক্রেতা পেলে কিছু লাভে মাছটি ছেড়ে দিবো।
এএইচ
আরও পড়ুন