ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে চলছে কারফিউ, থমথমে অবস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ০৯:৪৩, ১৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষ ও নিহতের ঘটনায় গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ চলছে।

বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে দিনভর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। পুলিশের গাড়ির পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) একটি গাড়িও আক্রমণ ও অগ্নিসংযোগের শিকার হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার রাত ৮ থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবত রয়েছে গোপালগঞ্জে। কারফিউ থাকলেও দিনমজুর খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। 

কারফিউ চলাচলে গোপালগঞ্জ শহরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল। 

জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার আহ্বান জানানো হয়। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে যায়। 

মানুষের চলাচল সীমিত হলে শহরে থমথমে পরিবেশ বিরাজ করতে থাকে। সন্ধ্যার পর শহর নিরব হয়ে পড়ে। সীমিত আকারে রিকশা চলাচল করলেও ইজিবাইক বা কোন যানবাহন চোখে পড়েনি। শহরজুড়ে ইট, কাঠ, বাঁশ, টায়ার পুড়ানো ছাই দেখা গেছে। অনেক স্থানে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম পড়ে ছিল। রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা।

আজ সকালে দুই-একজনকে বের হতে দেখা গেছে। এছাড়া ২-১টি রিকশা চলতে দেখা যায়।

তবে এখনও গোপালগঞ্জ শহরে থমথমে ভাব বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি