ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

শ্রীপুরে ঘরে তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ মারুফা আক্তার। এ ঘটনার পর থেকে স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা করে ঘরের ভেতরে রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান ঘাতক স্বামী মিজানুর রহমান। পরে বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এসে তা নিয়ন্ত্রণ করেন। এ সময় ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় গৃহবধূ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পারিবারিক কলহের জেরে ঘাতক স্বামী এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি