ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫

লোহালিয়া নদীতে মিললো ২ যুবকের মরদেহ, জনমনে আতঙ্ক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল (২৮) ও তুহিন (২৫) নামের দই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সকাল দশটায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। 

পেশায় অটোকচালক রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পৌর শহরের ১নং ওযার্ডের কালাম হাওলাদারের ছেলে। 

তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হয়। আর রেজাউল একইদিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর নিখোজ হয়। তবে ওইদিন রাতে লোলালিয়া এলাকার কাশিপুর রোড থেকে তার অটোটি উদ্ধার করে পুলিশ। 

পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃতের রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি