ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫

গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ২১ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভৈরব নদের রশিকপুর স্লুইসগেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
এর আগে সন্ধ্যার দিকে খুলনা থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে ভৈরব নদের রশিকপুর ¯ø্যুইসগেটে গোসল করতে নেমে প্রচণ্ড স্রোতের তোড়ে তানভির হাসান নিলয় (২০) ডুবে যায়। এ সময় কৌশিক হোসেন (২১) তাকে বাঁচাতে গেলে সেও পানির নিচে তলিয়ে যায়। 

কৌশিক মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের মহির উদ্দীনের ছেলে এবং নিলয় মুজিবনগর উপজেলার টেংরামারী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি