বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব খান গ্রেপ্তার
প্রকাশিত : ১২:৪৮, ২১ অক্টোবর ২০২৫

বগুড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে সাকিবকে তার নিজ বাড়ি শহরের নারুলী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছেন বলে নিশ্চিত করেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির।
বগুড়া জেলা শাখার গণতান্ত্রিক ছাত্র সংসদের আহবায়ক শাহরিয়ার জুহিন বলেন, সাকিবকে পুলিশ গ্রেপ্তার করেছেন এটুকু শুনেছি। তবে বিস্তারিত এখনও জানতে পারিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর বলেন, সাকিব খানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন