ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

পুলিশের ওপর হামলা চালিয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৫, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
জানা যায়, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন মামলায় আসামি হলেও বোরহান উদ্দিন প্রকাশ্যেই চলাফেরা করতেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 

পরে এ খবর ছড়িয়ে পড়লে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের সমর্থিত ১৫০-২০০ জন লোক ক্যাম্পের সামনে জড়ো হয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ যখন বোরহান উদ্দিনকে দুটি সিএনজি অটোরিকশায় করে সরাইল থানার দিকে নিয়ে যাচ্ছিল, তখন পথে তাদের ওপর হামলা হয়। হামলাকারীরা বোরহানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় বলে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে। এমনকি তাকে গ্রেফতারের সময় হাতকড়াও পরানো হয়নি।”

অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টিপু সুলতান জানান, “বোরহান উদ্দিনকে আমরা গ্রেফতার করেছিলাম।” তবে তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন কি না জানতে চাইলে তিনি আর কিছু বলেননি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি