ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

এক বছর যেতে না যেতেই দায়িত্ব ছেড়ে দিলেন জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তাঁর সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। 

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন সালাউদ্দিন। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ তথ্য জানিয়েছে ক্রিকেট সংবাদভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ, তার আগে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে একই পরিণতি—বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

অবশেষে সেই সমালোচনার মধ্যে থেকেই তিনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর আর দলের সঙ্গে থাকছেন না এই অভিজ্ঞ কোচ। 

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সালাউদ্দিন ইতিমধ্যেই বিসিবিতে পদত্যাগপত্র পাঠিয়েছেন। জানা গেছে, বর্তমান ভূমিকা তিনি উপভোগ করছেন না। বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এই কোচ। 

ক্রিকবাজকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ডেভিড হেম্পকে বিদায় দেওয়ার পর থেকে দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন সালাউদ্দিন। তবে সাম্প্রতিক সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতা ও দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্স তাঁকে তীব্র সমালোচনার মুখে ফেলে।

এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে।

সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। 

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে—২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি