সাতক্ষীরার প্রথম নারী ডিসি আফরোজা আখতার
প্রকাশিত : ১১:০২, ৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১২, ৯ নভেম্বর ২০২৫
সাতক্ষীরায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আফরোজা আখতার। এই নিয়োগ সাতক্ষীরা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগ ঘোষণা করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের এই রদবদলে সাতক্ষীরাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
বর্তমানে আফরোজা আখতার পাবনা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।
এএইচ
আরও পড়ুন










