ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

চা শ্রমিকরাও চায় আমি তাদের প্রতিনিধি হই : বিএনপি নেতা মহসিন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৯, ৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, চা শ্রমিকরা চায় তাদের একজন হিসেবে যেন আমি সংসদ নির্বাচন করি। তাদের দাবির পেক্ষিতে আমিও কথা দিয়েছি নির্বাচন করবো। 

রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রী গোবিন্দপুর চা বাগান মাঠে এক সম্পীতির মত বিনিময় সভায় তিনি একথা বলেন। 

তিনি বলেন, নির্বাচন করা যে কারো গণতান্ত্রিক অধিকার। আমি নির্বাচন করলে আমার বিজয় নিশ্চিত। তাই আপাদত আমি নির্বাচনের বাহিরে কিছু ভাবছিনা। 

তিনি আরও বলেন, আমি শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়ন করেছি। এখন জনগণের রায় পেলে আরও বৃহৎ পরিসরে  শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত করবো।

এসময় আরও বক্তব্য রাখেন, চা শ্রমিক ও ইউপি সদস্য দীপালী রেলি, ইউপি সদস্য মালতী বুনার্জী, ইউপি সদস্য বীনা রাণী দেব, প্রদীপ শীল, রাধেশ্যাম বাড়ই, রিয়াজ আহমেদ, প্রদীপ পাল ও মহসিন মিয়া মধুর ছেলে মুরাদ হোসেন সুমন প্রমুখ।

এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুক, মৌলভীবাজার জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদসহ শ্রীমঙ্গল- কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি