ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

গাজীপুরে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৩, ১৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়িতে বাইমাইলে একটি ফ্ল্যাট থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  
 
শুক্রবার দিবাগত মধ্যরাতে কোনাবাড়ির বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেট এলাকার একটি ফ্ল্যাট বাসার পঞ্চম তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহিমা খাতুন ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার কসাই ইমরান হোসেনের স্ত্রী। রহিমা খাতুনের দ্বিতীয় স্বামী ইমরান। ৫ বছর পূর্বে তারা বিয়ে করেন। পূর্বের ঘরের শারমিন নামে এক মেয়ে নিয়ে এই স্বামীর সাথে বসবাস করতেন তিনি।

ঘটনাস্থলে থেকে গুরুতর আহত ইমরানকে উদ্ধার করে হাসপাতালে ও মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইপি , সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কসাই ইমরান তার স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইল এলাকায় ৫ম তলার ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করতেন। গেল মধ্যরাতে রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।    পুলিশ 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধারের কিছুক্ষণ পর তল্লাশি চালালে স্বামী ইমরান হোসেনের পালস পাওয়া যায়। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি