গার্মেন্টসে ছাঁটাইয়ের নোটিশ দেখে সড়ক অবরোধ শ্রমিকদের
প্রকাশিত : ১৪:১৫, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:২০, ২২ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জে রাসেল গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ৪২ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও কারখানার জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
পরে সোমবার সকাল ৯টা থেকে নগরীর চাষাড়ায় সড়ক অবরোধ করে রাখে তারা।
এর আগে সকালে কারখানার কাজে এসে নোটিশ বোর্ডে ছাঁটাইয়ের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার সংযোগ সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান নেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হলেও শ্রমিকদের দাবি মানা না হওয়ায় তারা কারখানা এলাকা থেকে মিছিল বের করে চাষাড়ায় এসে সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধের কারণে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চাষাড়া এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের উদ্যোগে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি এবং গার্মেন্টস ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা চলে। পরে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনায় চাষাড়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এএইচ
আরও পড়ুন










