ঢাকা, বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫

বেনাপোল সীমান্তে ৪৩ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৭, ২৫ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম বাবু (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে বিজিবির ঘিবা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক জাহাঙ্গীর আলম বাবু বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ঘিবা সীমান্তে বিজিবির একটি টহলদল দেখেন রাস্তার ওপর দিয়ে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে হেঁটে যাচ্ছিল। সন্দেহ হলে টহলদল তাকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় অসংগতি পরিলক্ষিত হওয়ায় তার মাথায় থাকা বস্তা তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতর থেকে ৪৩ কেজি ভারতীয় গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

আটক ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

এমআর//  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি