ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু শনিবার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর (কু. ছে. আ.) ওরস শরীফ শনিবার (১০ জাানুয়ারি) থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শুরু হবে। প্রতি বছরের মতো এবারও ওরস চলবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এই উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‌মোঃ কামরুল হুদা, ফরিদপুর অঞ্চলের  ‌কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, ‌দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ‌ শহিদুল ইসলাম শাহীন ‌।

দরবারের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, ওরসের দিনগুলোতে ফরজ, সুন্নত ও নফল এবাদত অনুষ্ঠিত হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দয়াল নবী রাসুলে করিম (সা.), খাজা এনায়েতপুরী (কু. ছে. আ.), সহাবায়ে-কেরাম, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রা.), সকল নবী-রাসুল, উলি-আউলিয়াগণের পাক আত্মা এবং ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মার শান্তি কামনা করা হবে।

এছাড়া দেশ ও জাতির কল্যাণ এবং সকল প্রকার বিপদ ও মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি