ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৩৫, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন। মৃত্যুদণ্ড ছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর উদ্দিন ভূঁইয়া জানান, হত্যায় জড়িত না থাকায় মামলা থেকে আব্দুল মোতালেব ও মালেকা খাতুনকে অব্যহতি দেওয়া হয়েছে। আদালত উভয় পক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে।

দণ্ডিত সাইফুল ইসলাম ফুলবাড়িয়ার হাতিলেইট গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। রায় ঘোষণার সময় অভিযুক্ত তিনজন আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। এরা হলেন সাইফুলের বাবা ও মা।

জানা যায়, সাইফুল ইসলাম বিয়ের পর তার স্ত্রী মর্জিনা খাতুন ওরফে মনিজাকে যৌতুকের দাবিতে ২০১৪ সালে ১০ অক্টোবর রাতে নির্যাতন করে হত্যা করেন।

ওই ঘটনায় নিহতের বাবা মহিউদ্দিন মহর বাদী হয়ে সাইফুল ইসলাম তার বাবা আব্দুল মোতালেব ও মা মালেকা খাতুনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি