ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শেরপুরে হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১১ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:১৯, ১১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

শেরপুরে হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। জেলার শ্রীবরদী উপজেলায় মালাকুচায় বন্যহাতি তাড়াতে গিয়ে তিনি নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার ভোরে সীমান্তবর্তী মালাকুচা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল হাই (৭০)। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে গারো পাহাড় এলাকার ওই গ্রামে সবজি ক্ষেতে বন্যহাতির পাল নামে। এসময় হাতির পাল কয়েক একর সবজি ক্ষেত ও অন্যান্য ফসলের ক্ষতি করে। খবর পেয়ে ভোর রাতের দিকে স্থানীয়রা সেই হাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় একটি হাতির আক্রমণে আবদুল হাই নিহত হন।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি