ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

কারেন্ট জালে ধরা ৪৬ কেজির বাঘাইড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

লালমনিরহাটে ধরা পড়েছে ৪৬ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছবৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীর সেচ ক্যানেল থেকে বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে মাছটি পরে ৩৯ হাজার টাকায় বিক্রি হয়

স্থানীয়রা জানান, তিস্তা ব্যারাজের সেচ ক্যানেলে আশ্রয় নেয়া জেলে আলম মিয়া (৩৫) সেচ ক্যানেলে কারেন্ট জাল পাতেন। এ সময় বাঘাইড় মাছটি তার জালে আটকে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাঘাইড় মাছটি ধরেন। মাছটি বিক্রয়ের জন্য স্থানীয় সাধুরবাজারে নিয়ে এলে বাজারের উৎসুখ মানুষ মাছটি একনজর দেখার জন্য ভিড় জমান।

লালমনিরহাটের আনসার কমান্ডার আব্দুল খালেক বলেন, তিস্তায় বিশাল বাঘাইড় মাছ ধরা পড়ার কথা শুনে কিনতে এসেছি। ৪৬ কেজি ওজনের মাছটি ৩৯ হাজার টাকায় কিনেছি।

আলম মিয়া বলেন, গত বন্যায় তিস্তা নদীতে বাড়ি ঘর হারিয়ে ব্যারাজের সেচ ক্যানেলের পাশে আশ্রয় নিয়েছি। অন্য কোন কাজ না থাকায় প্রতিদিন নদীতে মাছ ধরে সংসার চালাই। আজ বাঘাইড় মাছটি পেয়ে খুব ভাল লাগছে। তিনি বলেন, এই টাকা দিয়ে এবার ঘর নির্মাণ করবো।

 

/আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি