ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

নবম ওয়েজবোর্ডের দাবিতে ময়মনসিংহে বিএফইউজের মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নবম ওয়েজবোর্ড গঠন দাবি ও এটি ঘোষণায় ব্যর্থতার দায়ে তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।


শনিবার ময়মনসিংহ প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, সংগঠনটির মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ সাংবাদিক নেতারা অংশ নেন।


মানববন্ধনে বিএফইউজের সভাপতি বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে দুই বছর ধরে আন্দোলন করছেন সাংবাদিকরা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ব্যর্থতার কারণেই ওয়েজবোর্ড হচ্ছে না। সাংবাদিক নেতারা দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণা ও তথ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি