ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

গাজীপুরে ৩৭টি ঘোড়া উদ্ধার, ৫ মণ মাংস জব্দ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৩, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৫২, ৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের হায়দারাবাদ এলাকা থেকে জবাইকৃত ৫ মণ ঘোড়ার মাংস জব্দ ও ৩৭টি অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‍্যাবের সহায়তায় গাজীপুর জেলার প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন।  আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে এ চক্রের সদস্যরা পালিয়ে যায়। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল, যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধারকৃত ঘোড়া এবং জব্দকৃত ঘোড়ার মাংসগুলো স্থানীয় দুইজনের জিম্মায় রাখা হচ্ছে। আগামীকাল সকালে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন জানান, দুর্বৃত্তরা অবৈধভাবে এই ঘোড়াগুলো জবাই করে আসছিল, ঘোড়াগুলো অসুস্থ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি