ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে (২৯) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে শহরের বেজপাড়ার গুড়গোল্লার মোড়ে তাকে গুলি করা হয়।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ইমন গুড়গোল্লার মোড়ে সালাম ফার্নিচারের সামনে বসে বন্ধুদের লুডু খেলা দেখছিল। রাত ১১টার পর কয়েকজন দুর্বৃত্ত এসে ইমনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। হাসপাতালে আনা হলে রাত ১১টা ১৩ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই ইমনের মৃত্যু হয়েছে। রাত ১১টা ১৩ মিনিটে ইমনের মরদেহ হাসপাতালে পৌঁছায়।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছেন তিনি। কারা কী কারণে ইমনকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত ইমন আনোয়ার হোসেনের ছেলে।তারা বেজপাড়ার গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে থাকে ।

যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, মনোয়ার হোসেন ইমন তার কমিটির সহসভাপতি ছিলেন।

/ এম / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি