ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ২৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

পাবনার সাঁথিয়া উপজেলার বহালবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাস যাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, দুপুরে পাবনা থেকে নগর বাড়ীর দিকে যাচ্ছিল আলী পরিবহনের একটি বাস। বিপরীত দিকে সিরাজগঞ্জ থেকে পাবনায় যাচ্ছিল হিনো পরিবহনের আরেকটি বাস। বহালবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংষর্ষ বাধে পরিবহন দুটির। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ওসি আরো জানান, আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন গাড়ির মধ্যে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। এছাড়া মাধবপুর হাইওয়ে ও আতাইকুলা থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

/কে আই / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি