ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৭, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগরের সন্তোষপুর-দেহাটি সড়কে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইমান আলী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ডাকাতি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদরের চাঁদপুর গ্রামের ফকর উদ্দিন ব্যাপারীর ছেলে।

জীবননগর থানার পুলিশ জানিয়েছে, ইমান আলী আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। ডাকাত ইমান আলী ও তার ১০/১২ জন সঙ্গী রাতে ডাকাতি করার জন্য সন্তোষপুর-দেহাটি সড়কে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের দিকে গুলি ছোড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইমান আলীকে আটক করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি স্যুটারগান, চারটি বোমা, পাঁচটি চাপাতি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জীবননগর থানার এএসআই সাজ্জাদ জানান, ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতি আইনে তিনটি মামলা আছে।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি