ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

রংপুর টাউন হলে নিহতদের স্মরণে হয়নি স্তম্ভ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১০ মার্চ ২০১৮

রংপুর অঞ্চলের সাংস্কৃতিক তীর্থস্থান রংপুর টাউন হল। একাত্তরে এই টাউনহল ছিলো রংপুরে হানাদার বাহিনীর প্রধান টর্চার সেল।

মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ বিশেষ করে নারীদের ধরে এনে নির্যাতন করা হতো। কিন্তু আজো এখানে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ।

মুক্তিযুদ্ধের সময় রংপুর টাউন হলে নির্যাতন নিরীহ বাঙালীদের হত্যা করে হলের পেছনে কুয়ার মধ্যে ফেলে দিতো পাকিস্তানী সেনারা।

স্বাধীনতার এতো বছর পেরিয়ে আজো এই বধ্যভূমি সংরক্ষণের নেয়া হয়নি কোন উদ্যোগ। বরং কুয়া ভরাট করে নির্মিত হয়েছে ভবন।

সেক্টর কমান্ডার ফোরাম নামমাত্র একটি ফলক তৈরি করেছিলো এখানে। স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানালেন মুক্তিযোদ্ধারা।

বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সিটি মেয়র ।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি